• জন্ম দিয়ে শিশুকে মাটিতে পুঁতলেন মা! পরিবারের দাবি, কন্যা হওয়ায় হত্যা করেছেন তরুণী
    আনন্দবাজার | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজের সদ্যোজাত সন্তানকে মেরে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। তরুণীর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানায় অভিযোগ করেছেন তাঁর দেওর। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই তরুণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    অভিযুক্ত তরুণী মন্দিরবাজার থানা এলাকার চাঁদপুরের ধোপাহাট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর পাঁচ সন্তান রয়েছে। তিনটি মেয়ে এবং দু’টি ছেলে। শুক্রবার ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পরিবারের অভিযোগ, ষষ্ঠ সন্তান কন্যা হওয়ায় ভেঙে পড়েন তরুণী। তাকে মেরে মাটিতে পুঁতে দেন বলে দাবি তাঁদের।

    পরিবারের পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ তরুণীর বাড়িতে পৌঁছয়। সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সন্তান জন্মের পর অসুস্থ হয়ে পড়ায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।

  • Link to this news (আনন্দবাজার)