নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ আবাসের তালিকায় জলপাইগুড়ি মহকুমায় উপভোক্তার সংখ্যা প্রায় ৪০ হাজার। এই তালিকা যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়, তার জন্য শুরু হয়েছে সুপার চেকিং। কয়েকটি জেলায় আবাস তালিকার নাম ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়তেই এবার কোমর বেঁধে নেমেছেন আধিকারিকরা। ১৫ জন আধিকারিকের নেতৃত্বে পনেরোটি টিম আবাস তালিকা ধরে ধরে সরেজমিনে পরিদর্শনের কাজ চালাচ্ছেন।
শনিবার খোদ মহকুমা শাসক খড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন চালান। তালিকায় নাম থাকা ব্যক্তিরা সত্যিই আবাসের ঘর পাওয়ার উপযুক্ত কি না তা খতিয়ে দেখেন তিনি। পরে মহকুমা শাসক বলেন, আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে যেসব মাপকাঠি রয়েছে, সেগুলি যাচাইয়ের পর্ব চলছে। তিনি বলেন, “মহকুমায় সবমিলিয়ে ৪০ হাজার উপভোক্তার নাম রয়েছে আবাসের তালিকায়। তার মধ্যে কিছু উপভোক্তার বাড়িতে সরাসরি জেলা প্রশাসনের টিম যাচ্ছে। কিছু বাড়িতে যাচ্ছে মহকুমা প্রশাসনের টিম। আমি নিজেও পরিদর্শন চালাচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বাড়িতে গিয়েছি, তাঁরা প্রত্যেকেই আবাসের ঘর পাওয়ার উপযুক্ত।”