• ‘রাজপথ ছাড়ছি না’,  তিন মাস পূর্তিতে ফের স্মরণ করালেন আন্দোলনকারী চিকিৎসকেরা  
    দৈনিক স্টেটসম্যান | ১০ নভেম্বর ২০২৪
  • আরজি করের ঘটনার পর কেটে গেছে তিন মাস। সেই ভয়াবহ ঘটনার তিন মাস পূর্তিতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে তৈরি হল দ্রোহের গ্যালারি, যেখানে এই দীর্ঘ আন্দোলনের খণ্ডচিত্র তুলে ধরলেন জুনিয়র চিকিৎসকেরা, পোস্টার, ব্যানার, কবিতা, শিল্প, স্থাপত্যের মাধ্যমে। আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের সামনে আয়োজন করা হল রক্তদান শিবিরের। এর পাশাপাশি শনিবার ওই তরুণী চিকিৎসকের বিচার চেয়ে রাস্তায় নামল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করলেন ফ্রন্টের সদস্যেরা। সেই মিছিলে শামিল হন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে আপামর মানুষ। মিছিল শেষে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকেরা জানালেন,  রাজপথ তাঁরা ছাড়ছেন না। নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। ফের শোনা গেল সেই স্লোগান,’অভয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ 
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)