• ‘কেন্দ্রীয় বাহিনী অকর্মণ্য, রাজ্য পুলিশের দোষ নেই’, হঠাৎ কেন উলটো সুর বিজেপির হিরণের?
    প্রতিদিন | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী একেবারে অকর্মণ্য, ভোটে ঠিকমতো কাজ করলে বিজেপির জয় অবশ্যম্ভাবী। শুধু শুধু রাজ্য পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। এমনই উলটো সুর এবার শোনা গেল খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের গলায়। আর তা শুনে বিস্মিত অনেকেই। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন উপলক্ষে প্রচারে গিয়েছিলেন হিরণ। লালদিঘি এলাকায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত দুষলেন তিনি। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা, কী কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে তৃণমূলের সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলায়? তবে কি তিনি দল বদলাতে চান। 

    মেদিনীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন শুভজিৎ রায়। তাঁর হয়েই মেদিনীপুরের ৯ নং ওয়ার্ড এলাকায় প্রচারে গিয়েছিলেন হিরণ। সেখান থেকে তাঁর সাফ কথা, “কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছটা আসনের মধ্যে সবকটাতেই জিতব। কিন্তু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুট হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে?” এর পরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?” 

    খড়গপুরের বিধায়ক হিরণ ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু কার্যত গো-হারা হেরে যান। সেই সময় থেকে জল্পনা উসকেছিল, হিরণ  তৃণমূলে প্রত্যাবর্তন করছেন কিনা। যদিও সেসব নস্যাৎ করে দেন হিরণ নিজেই। কিন্তু এবার তাঁর সুরে এভাবে কেন্দ্রীয় বাহিনীর কড়া সমালোচনা শুনে ফের সেই জল্পনা ফিরে এল। 
  • Link to this news (প্রতিদিন)