• শিয়ালদহে অস্ত্রভান্ডারের হদিস! কলকাতা পুলিশের অভিযানে মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, গ্রেফতার এক
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৪
  • শিয়ালদহের কাছে অস্ত্রভান্ডারের হদিস। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে মিলল পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড গুলি। গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম মহম্মদ ইসমাইল।

    পুলিশ সূত্রে খবর, বৈঠকখানা রোডের কাছে অস্ত্রভান্ডারের হদিস গোপন সূত্র মারফত মিলেছিল। তার পরেই অভিযান চালানো হয়। ধৃত রাজাবাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তিনি অস্ত্র কেনাবেচার কারবারের সঙ্গে জড়িত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য সেই অস্ত্র মজুত করা হয়েছিল, তা তদন্ত দেখা হচ্ছে। পাশাপাশি ওই অস্ত্রের কারবারে আর কেউ জড়িত কি না, দেখা হচ্ছে তা-ও। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। জানার চেষ্টা চলছে, শহরে আর কোথাও অস্ত্র মজুত রয়েছে কি না।

    গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক মহিলা বলেন, ‘’৬০ বছর ধরে এই এলাকায় রয়েছি। কখনও এ রকম ঘটনা ঘটেনি! আমরা খুবই আতঙ্কিত।’’

  • Link to this news (আনন্দবাজার)