লোকসভায় কেন্দ্রীয় সরকার তৃণমূলকে জিতিয়েছে: হিরণ
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: লোকসভায় কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে তৃণমূলকে জিতিয়েছে। সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকত, আর তৃণমূল বুথ দখল করে ভোট করিয়েছে। শনিবার মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনের প্রচারে নেমে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘটনায় জেলার রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।
এদিন মেদিনীপুর পুরসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি বিধায়ক। উপস্থিত ছিলেন বিজেপির অনেক কর্মী-সমর্থক। অভিনেতা হিরণকে দেখতে অনেকেই ভিড় জমান। প্রচারের মাঝেই সংবাদ মাধ্যমে হিরণ বলেন, কেন্দ্রীয় সরকার যদি ঠিকঠাকভাবে ভোটটা করিয়ে দেয়, তাহলে এ ভোটে জিততে পারব। না হলে পশ্চিমবঙ্গ পুলিসের উপর ভরসা করলে এই ভোট জেতা যাবে না। তিনি আরও বলেন, আমরা এনিয়ে হাইকোর্টেও গিয়েছি, ভোটে ব্যবহৃত ক্যামেরা ফরেন্সিক টেস্ট করার জন্য। কিন্তু, নির্বাচন কমিশন বলেছে আমরা পাঠাব না। কেন্দ্রীয় সরকার ও ইলেকশন কমিশন এক সঙ্গে বিজেপিকে হারিয়েছিল। মানুষ অসহায়, বিজেপির কর্মীরাও অসহায়। মানুষ ভোট দিতে চাইছে ভোট দিতে পারছে না।
উল্লেখ্য, গত লোকসভা ভোটের সময়ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ থেকে বিজেপির প্রথম সারির নেতারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে তাঁরা কখনই কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি! এবার বিজেপি বিধায়কের কথায় বেশ শোরগোল পড়ল।
এক বিজেপি নেতা বলেন, কেন্দ্রীয় সরকারের নিন্দা করা মানে, নিজেদেরই কুৎসা করা। উপ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। আসলে দলের মধ্যে কোনও একতা নেই। সকলে নিজের গোষ্ঠী, নিজের জায়গা করতে ব্যস্ত।
তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় সরকারের আওতায়। বিজেপির বিধায়কের কথায় স্পষ্ট, ‘কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ’ । বিজেপি সরকার আর বেশি দিন নেই। • প্রচারে হিরণ। -নিজস্ব চিত্র