জঙ্গিপুরে বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে বেজে উঠল ’২৬-এর ভোটের দামামা
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, জঙ্গিপুর: শাসকদলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনি ও সম্প্রীতি সভা অনুষ্ঠানে হাজির হলেন এক ঝাঁক নেতা-মন্ত্রী। ছিলেন জেলা ও রাজ্যের একাধিক জনপ্রতিনিধি। শনিবার বিকেলে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে এই অনুষ্ঠান কার্যত উৎসবের রূপ নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়, সাংসদ-ক্রিকেট তারকা ইউসুফ পাঠান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সাম্প্রদায়িক দল দেশ শাসন করছে। নানা অছিলায় তারা দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এদিন সাংগঠনিক জেলার রদবদল নিয়েই সর্বত্র জোর চর্চা শুরু হয়।
জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, একটি অশুভ দল দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের এই বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলার এটা কৃষ্টি কালচার। এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। কোনও অশুভ শক্তি তা নষ্ট করতে পারবে না।
এদিনের সভা থেকেই ২০২৬-এর ভোটের দামাম বাজিয়ে বলা হয়, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় নয়টি আসনের ন’টিতেই পুনরায় শাসকদলের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। শতাব্দী তাঁর ভাষণে বলেন, এই সভা প্রমাণ করে আমাদের সম্প্রীতি অক্ষুণ্ণ আছে। এভাবে চললে মুর্শিদাবাদে আগামী ৫০ বছর শাসন করবে তৃণমূল। জাকির হোসেন বলেন, জেলায় গঙ্গা ভাঙন বড়ো সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অথচ একাধিকবার আবেদন করেও ভাঙন রোধের বিষয়ে কোনও ভূমিকা পালন করছে না কেন্দ্রের বিজেপি সরকার।
মন্ত্রী আখরুজ্জামান বলেন, বাংলায় প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে হয়ে থাকে। শারদোৎসবও শেষ হয়েছে। আমরা সকলেই সমবেত হয়েছি। শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়ের পাশাপাশি তাঁর সতর্কবার্তা, বাংলায় সম্প্রীতি নষ্ট হতে দেবেন না।