সংবাদদাতা, তেহট্ট: প্রথম বছরেই জগদ্ধাত্রীপুজো করে দর্শনার্থীদের মন জয় করে নিল তেহট্ট হাইস্কুলপাড়া রানি রাসমণি সর্বজনীন পুজো কমিটি। প্রথম বছরে তাঁদের থিম ‘সেকাল আর একাল’। এই পুজো মহিলা পরিচালিত।
আগেকার দিনে মানুষ কীভাবে জীবন কাটাতেন, এখন জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছে-সেটাই দেখা যাবে মণ্ডপে। সেকালে গোরুর গাড়িতে করে যাতায়াত, একালে বাইক, সেকালে হ্যারিকেনের আলোয় লেখাপড়া, একালে পড়াশোনার নানা দিক, এখনকার ছেলেমেয়েদের স্মার্টফোন আসক্তি-সবই সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। সেইসঙ্গে এই পুজো কমিটির আলোকসজ্জাও দর্শনার্থীদের চমক দেবে। এই পুজো কমিটির সম্পাদিকা উমা বিশ্বাস বলেন, আমরা প্রথমবার জগদ্ধাত্রীপুজো করছি। সুষ্ঠুভাবে পুজো করতে কমিটির সবাই খুব পরিশ্রম করেছেন। আশা করছি, প্রথমবারেই আমরা মানুষের মন জয় করতে পারব।