• বিদ্যালয়ে বোনফোঁটার মাধ্যমে পড়ুয়াদের সচেতনতার শিক্ষা
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা! সারিবদ্ধভাবে বসে বোনদের কপালে চন্দন মাখা আঙুল ঠেকিয়ে শপথ নিল ভাইয়েরা। বিদ্যালয়ের সহপাঠীরা এখানে সকলেই বোন। তাদের কপালে ফোঁটা দিয়ে সুরক্ষার অঙ্গীকার করল ছাত্ররা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের প্রত্যন্ত এলাকার ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে অভিনব বোনফোঁটার আয়োজন করা হল। বিদ্যালয়ের ১৩১ জন পড়ুয়ার এই উদ্যোগ নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

    প্রতি শনিবার বিদ্যালয়ের আনন্দ পরিসরে শিশুদের নিয়ে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু এই শনিবারে শিশুদের জন্য ছিল বিশেষ চমক। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও সহ শিক্ষকদের আন্তরিকতা ও ভালোবাসায় প্রথম অনুষ্ঠিত হল বোনফোঁটা। সাথে ছিল পড়ুয়াদের জন্য এলাহি ভোজ। অভিনব কর্মযজ্ঞ দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকরাও। 

    এদিন বোনফোঁটার আয়োজন করা হয় স্কুলের প্রাঙ্গণে। স্কুলের ছাত্ররা ভাই হিসেবে বোনদের কপালে পরিয়ে দিল সুরক্ষার তিলক। কপালে চন্দন ফোঁটা পরিয়ে দিতে দিতে উচ্চারিত হলো মন্ত্র। মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিতে ভুল হলো না কারও। শেষে দিদি ও দাদার প্রণাম পর্বের সঙ্গে চলল মিষ্টি মুখ। থালা ভর্তি বিভিন্ন মিষ্টান্ন শিশুদের আকর্ষণের বিষয় ছিল। তবে যেসব ছাত্রের এবছর বোনের অভাবে ফোঁটা হয়নি, তাদের জন্যও ভাইফোঁটার ব্যবস্থা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, বর্তমান প্রেক্ষাপটে মেয়েরা অবহেলিত। ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছেন পদে পদে। আমরা বহু দেবীর পুজোর আয়োজন করি নিষ্ঠার সঙ্গে। কিন্তু বাড়ির ছোট মেয়েটি সেই সম্মান ও মর্যাদা পায় না সমাজে। ভাইফোঁটা, রাখীবন্ধন, শিবরূপে পুরুষদের পুজো ও সুরক্ষার জন্য ব্রত করা হয়। কিন্তু মেয়েদের সুরক্ষার জন্য কিছুই করা হয় না। এদিন ৫১ জনকে বোনকে ফোটা দেওয়া হয়। ৮০ জন ছাত্র তাদেরকে ফোটা দিয়েছে। মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাই এই রাজ্যে প্রথম বোনফোঁটার আয়োজন করা হল আমাদের বিদ্যালয়ে। 

    বিদ্যালয়ের পড়ুয়া দীপ মণ্ডল ও অর্পণ মণ্ডল বলে, এদিন আমরা বোনদের কপালে ফোঁটা দিয়ে খুব আনন্দ পেয়েছি। ওদের সুরক্ষার দায়ভার তো আমাদেরই। 

    ছাত্রী লিশা মণ্ডল ও দীশা মণ্ডল বলে, আজ খুবই আনন্দ হয়েছে। স্কুলের ক্লাসের পর আমরা প্রতি শনিবার অভিনব কিছু না কিছু করি। আজ আমাদের ফোঁটা দিয়েছে আমাদের সহপাঠী ভাইরা। শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ আমাদের নানাভাবে সচেতন করছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)