• আজ বামদেবের কালী বিসর্জনে দেখা মিলবে রকমারি পোশাক
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নানা রঙের চুল, তাতে আবার ছাঁট দিয়ে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ছবি। আরশোলা, ফুটবল তো আগেও দেখা গিয়েছে। এবার সেই ছাঁটে ফুটে উঠবে ক্যাঙারু, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক! রবিবার সিউড়ির পথে বামদেব ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনে রকমারি চুলের ছাঁটে যুবকদের অংশ নিতে দেখা যাবে। সেইসঙ্গে থাকবে অভিনব পোশাক, জুতোও।

    শনিবার বিকেলের পর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বছরের এই একটা দিনে বামদেব ক্লাবের কালী বিসর্জনের শোভাযাত্রা দেখতে হাজার হাজার মানুষ রাস্তার ধারে ভিড় জমাবেন।

    সিউড়ির কালীপ্রতিমা বিসর্জন সাধারণত রাতের দিকে হয়। কিন্তু এসপি মোড়ের বামদেব ক্লাবের কালীপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা দিনেরবেলাতেই বের হয়। তাদের এবারের কালীপুজো ৪৪তম বর্ষে পা দিল। এই ক্লাবের পুজোর থেকেও নিরঞ্জনের শোভাযাত্রাই বেশি আকর্ষণের কেন্দ্রে থাকে। ক্লাবের ছেলেমেয়েদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কমবয়সি ছেলেরা এসে শোভাযাত্রায় যোগ দেন। তাঁদের সবার একটাই ইচ্ছা, রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে আনন্দ দেওয়া। সেকারণে চুলের রকমারি ছাঁট যেমন দেখা যায়, তেমনি পোশাক, নখের ডিজাইন, জুতোর স্টাইলও হয় নানারকমের। কেউ কেউ চুলে হলুদ, লাল, সবুজ, খয়েরি রঙ করান। কারও কারও হাঁটু অবধি লম্বা চুল দেখা যায়। তাতে লাগানো থাকে নকল মাকড়সা। আবার কেউ চুলের ছাঁটেই মাকড়সা ফুটিয়ে তোলেন। ফিফা বিশ্বকাপ চলাকালীন মাথার চুলে ফুটবল আঁকতেও দেখা গিয়েছিল।

    পোশাকেও থাকে অভিনবত্ব। কেউ বাঘছাল রঙের পোশাক পরেন। আবার কেউ বিদেশি ফুটবলারদের মতো জামা, জুতো পরেন। শনিবার বিকেল থেকেই অংশগ্রহণকারীরা সেলুনের সামনে ভিড় জমাতে শুরু করেছেন। অনেকেই সারারাত ধরে সেলুনে চুলের ছাঁট ‘পারফেক্ট’ করে তুলছেন। সকাল হতেই সিউড়ির রাস্তায় তাঁদের দেখা মিলবে। কে কী সাজবেন, সেটা সারপ্রাইজ। তবে ক্যাঙারু ও বিভিন্ন রাজনৈতিক দলের লোগো যে থাকবে, তা সেলুনে গিয়ে জানা গিয়েছে।

    বামদেব ক্লাবের তরফে প্রশান্ত হাজরা, গোপাল হাজরা, বিবেক হাজরা জানালেন, আমাদের ক্লাবের তরফে ওড়িশার বাজনা আনা হচ্ছে। এটাই এবারের অন্যতম আকর্ষণ। চুলের রকমারি ছাঁটও দেখা যাবে। এই যুবকরা মানুষকে আনন্দ দিতে অনেক টাকা খরচ করে চুলের রকমারি ছাঁট করেন। অনেকে রামপুরহাট, মল্লারপুরের মতো জায়গায় গিয়ে চুল কাটিয়ে আসেন। এবারও বহু চমক থাকছে বলে শুনেছি। তাঁদের সঙ্গে সেলফি নেওয়ার জন্য যে হুড়োহুড়ি পড়ে যাবে-সেটা বলার অপেক্ষা রাখে না।
  • Link to this news (বর্তমান)