আবাস প্লাসে বাদ পড়া ৯টি পঞ্চায়েতের উপভোক্তাদের ভেরিফিকেশনের সূচনা
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দ্রের আবাস প্লাস তালিকা থেকে বাদ পড়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার ন’টি পঞ্চায়েতের উপভোক্তারা। মাটির বাড়িতে থাকলেও তাঁদের ভেরিফিকেশন হয়নি। অবশেষে রাজ্য সরকারই আবাস প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে পশ্চিম বর্ধমানের বিদবিহার, সালানপুরের মতো ন’টি পঞ্চায়েতের গরিব মানুষের ভাগ্যের শিকে ছিঁড়েছে। আবাস যোজনায় তাঁদের নাম উঠেছে। সরকারি আধিকারিকরা তালিকা যাচাই করেছেন। অবশেষে ওই সমস্ত গ্রামের খেটে খাওয়া পাঁচ হাজার পরিবারের মানুষের মুখে হাসি ফুটেছে।
পশ্চিম বর্ধমানের এই ছবি পূর্ব বর্ধমানের গরিব মানুষকেও আশা জোগাচ্ছে। সেখানকার গলসি-১ ব্লকের লোহাপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতের ১৩টি গ্রামের মানুষের আবাসের তালিকায় নাম নেই। তা নিয়ে পঞ্চায়েত প্রধান প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, ২০২২ সালের আবাস প্লাসের তালিকায় ন’টি পঞ্চায়েতের উপভোক্তাদের নাম ছিল না। সেজন্য তাঁদের ভেরিফিকেশন করা যায়নি। জেলাশাসকের তৎপরতায় এবার আবাস যোজনার তালিকায় সেই উপভোক্তাদের নাম নথিভুক্ত করা গিয়েছে। তাঁদের ভেরিফিকেশনও শুরু হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লকে ৬২টি পঞ্চায়েত রয়েছে। ২০২২ সালে আবাস প্লাসের ভেরিফিকেশনের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে জেলার নয়টি পঞ্চায়েতের কোনও উপভোক্তার নাম ছিল না। এগুলি হল-সালানপুর ব্লকের দেন্দুয়া, বাসুদেবপুর জেমারি, উত্তরামপুর জিৎপুর ও সালানপুর পঞ্চায়েত, অণ্ডাল ব্লকের উখড়া, খান্দড়া, দক্ষিণখণ্ড, মদনপুর ও কাঁকসা ব্লকের বিদবিহার পঞ্চায়েত। এর আগে ২০১৮ সালে যে সমীক্ষা হয়েছিল, তাতে কিন্তু অণ্ডাল ব্লকের ওই চারটি পঞ্চায়েতের ২০৫০জনের বেশি উপভোক্তার নাম ছিল। কিন্তু আবাস প্লাসের তালিকায় সেই নাম ভ্যানিশ হয়ে যায়। কাঁকসার বিদবিহারের ৪৭৪জন উপভোক্তার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল।
এরপর রাজ্য সরকার আবাস প্রকল্পের টাকা দেওয়ার কথা জানালেও এই ন’টি পঞ্চায়েতের মানুষের উচ্ছ্বাস ছিল না। তাঁরা বাড়ি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। অক্টোবর মাসের শেষে রাজ্য থেকে যে নতুন তালিকা এসেছে, তাতে এই ন’টি পঞ্চায়েতের উপভোক্তাদের নামও আছে। সেখানে সমীক্ষাও শুরু হয়েছে। এতে ওই উপভোক্তাদের আনন্দের সীমা নেই।
বিদবিহারের উপভোক্তা উৎপল মণ্ডল, সনাতন সরকাররা বলেন, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। কাঁকসার পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ওই এলাকার প্রকৃত গরিব মানুষ বাড়ি পাবেন।
পূর্ব বর্ধমানের লোহাপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতের ১৩টি গ্রামের বাসিন্দাদেরও আবাসের তালিকায় নাম নেই। তাই পশ্চিম বর্ধমানের ন’টি পঞ্চায়েতের উপভোক্তাদের ভেরিফিকেশনের খবর তাঁদের আশা জোগাচ্ছে। গলসি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, প্রধান আমাদের বিষয়টি জানিয়েছেন। তা পঞ্চায়েতমন্ত্রীর নজরে আনা হয়েছে।