লাভ, ক্ষতির দায় সাধারণ ক্রেতারা নেবেন না, ব্যবসায়ীদের জানিয়ে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লাভ, ক্ষতির দায় সাধারণ ক্রেতারা নেবেন না। বাজার ঘুরে ব্যবসায়ীদের স্পষ্ট করে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ইতিমধ্যেই জলপাইগুড়ির বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ। আলুর দাম চল্লিশ টাকা ছুঁয়ে ফেলেছে। কতিপয় ব্যবসায়ী চাহিদার তুলনায় জোগান কমের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েই চলেছেন বলে অভিযোগ। আর এই অভিযোগ পেয়েই আজ, রবিবার সদর মহকুমা শাসকের নেতৃত্বে জলপাইগুড়ি দিনবাজার ও স্টেশন বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। বিভিন্ন দোকান ঘুরে শাক, সব্জির দাম জানতে চান। এক ব্যবসায়ী জানান, এক বস্তা আলু কিনলে বেশ কয়েক কেজি আলু নষ্ট থাকে। তা বাদ দিয়ে দাম ধরতে হয়। মহকুমা শাসকের বক্তব্য, কার কাছ থেকে বাজে জিনিস কিনবেন তার দায় সাধারণ ক্রেতা নেবেন না। এদিন বেশ কয়েকজন আড়তদারের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। তবে দরদাম নিয়ে তারা যা ব্যাখ্যা দিচ্ছেন তাতে প্রশাসন সন্তুষ্ট নয় বলে মহকুমা শাসক জানিয়েছেন। আগামী, কাল সোমবার দাম যাচাইয়ে হিমঘরগুলিতে হানা দেবে টাস্ক ফোর্স। এমনটাই জানা গিয়েছে।