আদিনা ফরেস্ট সংলগ্ন ছোট ও বড় হামামগুলি সংস্কারে উদ্যোগী প্রশাসন
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ফরেস্ট সংলগ্ন ঐতিহাসিক স্থান ‘ছোট হামাম’, ‘বড় হামাম’গুলি সংস্কার করা হবে। আদিনা মসজিদ এবং ইকোপার্কগামী ৫০০ মিটারের বেশি রাস্তা চওড়া করে পাশে হবে নিকাশিনালা।
এর পাশাপাশি আদিনা মসজিদের সামনে খাসজমিতে ক্যাফে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই ক্যাফেতে কী কী পাওয়া যাবে, পর্যটকরা কেমন সুবিধা পাবেন এনিয়ে ব্লক প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। শনিবার জায়গা পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যরা। তাঁদের নির্দেশে জমি মাপজোখ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জেনে নেন আধিকারিকরা।
গাজোলের বিডিও জানান, আদিনা ফরেস্টের কাছে ছোট হামাম, বড় হামাম সহ ঐতিহাসিক স্থান রয়েছে। সেগুলি অনেকেই জানেন না। স্থানগুলি জেলাশাসক ঘুরে দেখেছেন। আগামীদিনে সেগুলি সংস্কার করা হবে। ১২ নম্বর জাতীয় সড়কের পাশে আদিনা মসজিদ। তার পাশের রাস্তাই ইকোপার্ক যায়। বিশেষ করে উৎসব এবং পিকনিকের সময় আদিনার ওই রাস্তায় ব্যাপক যানজট হয়। ভিড় সামাল দিতে পুলিস এবং সিভিক ভলান্টিয়ারদের মাঠে নামতে হয়। পর্যটকদের সুবিধার জন্য ওই রাস্তা চওড়া হবে। বিডিও’র সংযোজন, আদিনা মসজিদের সামনের সরু রাস্তা একটু চওড়া হবে। সেখানে কিছুটা খাসজমি রয়েছে। এলাকাবাসীর অসুবিধা না করে কাজ হবে। তাঁদের নোটিস দেওয়া হয়েছে।
ক্যাফের বিষয়ে বিডিও জানান, সবে জায়গা দেখা হয়েছে। খাস জায়গায় ক্যাফে খোলার পরিকল্পনারয়েছে। জেলাশাসক যেভাবে বলবেন, সেভাবেই আগামিদিনে কাজ হবে। আদিনা পর্যটনকেন্দ্র পরিদর্শনে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।-নিজস্ব চিত্র