• সম্বলপুরে বহু রাস্তা কাঁচা, ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজও বহু রাস্তা কাঁচা। এই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু রাস্তার অবস্থা এমন বেহাল যে অ্যাম্বুলেন্সও যেতে পারে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে কাঁচা রাস্তা পাকা করতে হবে। পঞ্চায়েত কর্তৃপক্ষ কাঁচা রাস্তা পাকা করার আশ্বাস দিয়েছে। সম্বলপুর বাঁধ থেকে ইসলামপুর গ্রামের ২ কিমি রাস্তা কাঁচা। এই রাস্তায় গাড়ি দূরের কথা টোটোও যেতে চায় না। সেইসঙ্গে সম্বলপুর হাজি টোলা জালালের বাড়ি থেকে ইরফান হাজির বাড়ি পর্যন্ত ৫০০মিটার রাস্তা কাঁচা। এই রাস্তায় একটি কালভার্ট ভেঙে পড়ে আছে। বড় কাণ্ডল থেকে আজিমগড় বাঁধ পর্যন্ত ৭০০ মিটার রাস্তা কাঁচা। মহারাজনগর ক্লাব থেকে বগুলাদহ উত্তর মাথা পর্যন্ত ৮০০মিটার রাস্তা কাঁচা। কদমতলী বাঁধ থেকে রামচন্দ্রপুর বাঁধ পৌনে দুই কিমি, হরিপুর উত্তর কলোনি থেকে গঞ্জের ডারা(তেল ছক্কা) ১কিমি, হরিপুর দক্ষিণ থেকে রামচন্দ্রপুর পর্যন্ত ৮০০ মিটার রাস্তা কাঁচা।স্থানীয় বাসিন্দা তারিক আনোয়ার বলেন, এই কাঁচা রাস্তাগুলি পাকা করা খুবই জরুরি। এই কাঁচা রাস্তায় যানবাহন চলাচল করতে সমস্যা হয়। যদিও সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুয়ারা বিবি বলেন, বড় রাস্তাগুলি পাকা করার প্রস্তাব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। ছোট কাঁচা রাস্তাগুলি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে পাকা করা হবে।  সম্বলপুর গ্রাম পঞ্চায়েতে বেহাল রাস্তা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)