স্কুলমাঠে ফুটবল, ছুটি দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ স্থানীয়রা
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কালিয়াচক: স্কুলের মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন। সেই কারণে আগেই ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। ঘটনাটি কালিয়াচক ৩ ব্লক এলাকার গোলাপগঞ্জের। স্থানীয় সূত্রে খবর, শনিবার গোলাপগঞ্জ হাইস্কুলের মাঠে ম্যাচ উপলক্ষ্যে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছিল। সেই কারণে দুটি ক্লাস হওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। খেলার জন্য এভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, স্কুলের পাশে কীভাবে মাইক বাজিয়ে খেলা করার অনুমতি মিলল? স্কুলের মাঠে খেলা আয়োজনের অনুমতিই বা কে দিল? স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, আয়োজকরা মৌখিকভাবে জানিয়েছিল। কিন্তু খেলা কখন শুরু হবে, সেটা আমাকে জানানো হয়নি। যদিও আয়োজকদের পক্ষে জিয়া হক বলেন, অনুমতি নিয়েই দুটোর পর খেলা শুরু হয়েছিল। স্কুল ছুটির বিষয়টি জানি না।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুফিয়ান শেখের বক্তব্য, সোশ্যাল মিডিয়া থেকে খেলার খবরটি জানতে পারি। পঠনপাঠন বন্ধ রেখে খেলার অনুমতি দেওয়া উচিত হয়নি। প্রধান শিক্ষক জানিয়েছেন, মাইকে ভীষণ জোরে আওয়াজ হচ্ছিল দেখে দু’টি ক্লাস হওয়ার পর ছুটি দিয়েছিলাম। আয়োজকদের সঙ্গে কথা বলব যাতে এরকম আর না করে।