সংবাদদাতা, চোপড়া: শনিবার সদর চোপড়া থানার মাঠে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিধায়ক হামিদুল রহমান। চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই পুজোর আয়োজন। কমিটির সম্পাদক তনয় কুণ্ডু জানান, চতুর্থ তম বর্ষে এবারে তাঁদের পুজোর থিম জাগো বাংলা। পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করলে প্রথমেই দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানচিত্রকে আগলে রয়েছেন।