• সীমান্তে মেলা ও পালাগানের আসর
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: শনিবার কালীপুজো উপলক্ষ্যে মেলা ও যাত্রাপালার আসর বসল চোপড়ার হাপতিয়াগছের কালুগছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই মেলার আয়োজন করা হয়। পুজো কমিটি ও বিএসএফদের উদ্যোগে এই মেলা ও যাত্রাপালার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য সিরাজুল হক।

    অন্যদিকে অষ্টমঙ্গলা কালীপুজো উপলক্ষ্যে প্রেমচাঁদগছে দ্বিতীয় দিনের মেলা ও পালাটিয়া গানের আসর বসেছে। রবিবার শেষ হবে মেলা।
  • Link to this news (বর্তমান)