• টোটো ও গাড়ির সংঘর্ষে জখম দুই
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে  গাজোলের কাশিমপুরে টোটো এবং একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টোটোচালক সহ এক যাত্রী জখম হয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ওই গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। 

    গাড়িটি গাজোল থেকে রায়গঞ্জ রুটে যাচ্ছিল। একটি টোটো যাত্রী নিয়ে রোড পার হতে গিয়ে এই দুর্ঘটনা। গাজোল থানার পুলিস জানিয়েছে,  গাড়িচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)