• বাল্যবিবাহ রোধে উদ্যোগী ব্লক প্রশাসন
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: বাল্যবিবাহ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে হবিবপুর ব্লক প্রশাসন। ব্লকের সমস্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রাথমিক বৈঠকও সেরে ফেলেছেন বিডিও মনোজ কাঞ্জিলাল। শনিবার বিডিও জানান, বাল্যবিবাহ রোধে শিক্ষকরাও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। শীঘ্রই প্রতিটি বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে বৈঠক করা হবে। সেখানে তাঁদের বাল্যবিবাহ রোধে সচেতন করা হবে। ১৮ বছরের নীচে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রীদের বাড়ি গিয়ে খোঁজখবর নেবেন স্কুল শিক্ষকরা।  হবিবপুর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা বলেন, বাল্যবিবাহ রোধে এর আগেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)