• বাগানের জমি নিয়ে সংঘর্ষ, জখম ১৫
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: চা বাগানের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ মহিলা। শনিবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ফাগুগছের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখমদের তড়িঘড়ি উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। নয় জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। 

    স্থানীয় সূত্রে খবর, মহম্মদ মজিরউদ্দিন ও মহম্মদ তসিরের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চা বাগানের জমি নিয়ে বিবাদ চলছিল। 

    অভিযোগ, এদিন সকালে মজিরউদ্দিনের লোকজন বাগানে কাজ করতে গেলে তসিরের পরিবার বাধা দেয়। দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। বচসা গড়ায় হাতাহাতিতে। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১৫ জন জখম হন।

    মজিরউদ্দিনের দাবি, বিতর্কিত ওই জমির কাগজ তাঁদের নামে রয়েছে। জোর করে তসিরের পরিবার জমি দখল করে রেখেছে। মজিরউদ্দিন বলেন, এদিন বাগানে কাজ করতে লোক পাঠালে তসিরের পরিবার তাঁদের উপর হামলা চালায়।

    তসিরের ভাই নুর আলম বলেন, বাগানের জমিটি অনেকদিন ধরে আমাদের দখলে রয়েছে। এদিন সকালে মজিরউদ্দিনের লোকজন দখল করতে এলে আমরা বাধা দিই। তা নিয়ে ঝামেলা বাধে। দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে চোপড়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ।
  • Link to this news (বর্তমান)