• বালুরঘাট ব্লকে সুকান্তর অভিযান
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: সদস্য সংগ্রহ অভিযানে নিজের জেলায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর ও গোপালবাটির গ্রামীণ এলাকায় গিয়ে মোবাইল নম্বরে মিসড কল দিয়ে বিজেপির সদস্য করে নেন সমর্থকদের। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। গ্রামীণ এলাকায় এখনও পর্যন্ত ৩০ হাজার সাধারণ মানুষ মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য হয়েছেন। দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ অভিযান চালাবেন। সুকান্ত বলেন, একমাস ধরে সদস্য সংগ্রহ অভিযান চলবে। জেলায় দু’লক্ষ সদস্য করার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)