• সিপিএমের তদন্ত কমিটিতে হাজিরা তন্ময়ের
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) মুখোমুখি হলেন তন্ময় ভট্টাচার্য। শনিবার দুপুরের দিকে আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য কমিটির দপ্তরে আসেন সিপিএমের এই প্রাক্তন বিধায়ক। 

    দপ্তর থেকে বিকেল তিনটে নাগাদ খোশ মেজাজে বের হতে দেখা যায় তন্ময়বাবুকে। বেরিয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্য শোনা হল। এবার ওঁরা সিদ্ধান্ত নেবেন। এটা একটা পরিকল্পিত কুত্সা। কে বা কারা পরিকল্পনা করেছেন, আমি নিশ্চিত নই।’ এই ঘটনার পর তন্ময়বাবু নিজের ওই ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। তন্ময়বাবু আরও বলেন, ‘সেইদিনের সাক্ষাত্কার এখনও কেন দেখানো হচ্ছে না? কার নির্দেশে, কী কারণে দেখানো হচ্ছে না? আমি আমার পার্টির কাছে এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছি।’

    সিপিএমের আইসিসির চেয়ারপার্সন কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর। এছাড়াও রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে ও শ্যামলী প্রধান। সকলেই এদিন ছিলেন। সুমিত দে বলেন, ‘কথা শোনা হয়েছে। যা বক্তব্য, সেটা অঞ্জু কর বলবেন। আরও কিছু বিষয়ে 

    খোঁজ নেওয়া হবে। অভিযোগকারিণীর কথা শোনারও চেষ্টা করব।’  
  • Link to this news (বর্তমান)