নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা সংক্রান্ত বিষয়ের উপর আলোচনাচক্রে যোগ দিতে ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল নরওয়ে দূতাবাস। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর অসলোতে এটি অনুষ্ঠিত হতে চলেছে। নরওয়ে সরকার এক চিঠি দিয়ে সাংসদকে জানিয়েছে, আলোচনাচক্রে নানা বিষয় উত্থাপন হবে এবং তা বাস্তবায়ন করা যায় কি না, সে ব্যাপারেও চিন্তাভাবনা করা হবে। পরে এই আমন্ত্রণ প্রসঙ্গে সাংসদ জানান, নরওয়েতে যাওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শনিবার নিজের সংসদ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বিজয়া সম্মিলনির কর্মসূচিতে যোগ দেন অভিষেক। আমতলা পার্টি অফিসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হন তিনি। সেখানে তিন দফা নির্দেশ দিয়েছেন তাঁদের। যেমন, নিজের ডায়মন্ডহারবার জুড়ে যেসব গরীব মানুষের প্রকৃত ঘরবাড়ি নেই এবং আবাসের তালিকাতেও ঠাঁই হয়নি, অথচ তাঁরা যোগ্য এমন মানুষজনের তালিকা তৈরি করতে হবে। এবার এমপি কাপ করবেন না বলে তিনি জানিয়েছেন। বদলে ডিসেম্বর মাসে ৪৫ দিন টানা স্বাস্থ্য ক্যাম্প হবে গোটা সংসদ এলাকায়। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের মধ্যে এ বিষয়ে প্রচার করতে হবে। বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার পেতে সমস্যা হচ্ছে বা কারও টাকা আটকে গিয়েছে, এমন কেউ থাকলে তাঁদের নামের তালিকাও তৈরি করার নির্দেশ দিয়েছেন অভিষেক।