• ধান থেকে চাল উৎপাদনের জন্য ‘মিলিং চার্জ’ বাড়াতে রাজি রাজ্য
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদনের জন্য রাইস মিলগুলির ‘মিলিং চার্জ’ বৃদ্ধি করতে রাজি হয়েছে রাজ্য সরকার। প্রতি কুইন্টাল ধানের জন্য ১০ টাকা করে অতিরিক্ত পাবে রাইস মিলগুলি। এতদিন দেওয়া হতো ৩০ টাকা করে। তা বেড়ে ৪০ টাকা হচ্ছে।  শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে ‘বেঙ্গল রাইস মিল ওনার্স’-এর প্রতিনিধিদের বৈঠক হয়। সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন, ‘মিলিং চার্জ বৃদ্ধির দাবি আমাদের সংগঠন  দীর্ঘদিন ধরে করে আসছে। রাজ্য সরকার তা মেনে নেওয়ায় আমরা খুশি।’ আরও জানা গিয়েছে, আগামী দিনে আরও কিছু সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। শ্রমিকদের মজুরি খাতে কুইন্টাল পিছু ২ টাকা বৃদ্ধি করে ১৪ দেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন রাইস মিল করার জন্য সরকারি ভর্তুকি দেওয়া হবে। ২০২৪ -২৫ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনার কাজ নভেম্বর থেকে শুরু হয়েছে। ধান কেনার পর তা নথিভুক্ত রাইস মিলে পাঠিয়ে দেওয়া হয় চাল উৎপাদনের জন্য। রাইস মিলগুলির বিভিন্ন আর্থিক দাবি নিয়ে গত মাস পর্যন্ত কিছু সমস্যা ছিল। মিলগুলি নাম নথিভুক্ত করতে রাজি হচ্ছিল না। কিছুদিন আগে খাদ্যশ্রী ভবনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে বৈঠকের পর জটিলতা  কাটে। রাইস মিলগুলি নথিভুক্তকরণ শুরু করে। শনিবার নবান্নের বৈঠকে মিলিং চার্জ বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়। সেন্ট্রাল পুলের চালের জন্য রাজ্য সরকার যে ধান কেনে, তা থেকে চাল উৎপাদনের খরচের অংশ রাজ্য সরকারকে বহন করতে হয়। এতদিন যে ৩০ টাকা মিলিং চার্জ দিতে হতো, তার মধ্যে ২০ টাকা কেন্দ্র দেয়। স্টেট পুলের চালের জন্য পূরো খরচ রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার এই খাতে বেশি টাকা দিতে রাজি নয়। রাজ্যগুলিকেই তাই  টাকা বাড়াতে হচ্ছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)