ক্যানিংয়ের লজে অস্বাভাবিক মৃত্যু মহিলার, গ্রেপ্তার সঙ্গী
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লজে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার নরেন্দ্রপুর থেকে মহসিন মোল্লা নামে ওই যুবককে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিস। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ক্যানিং বাজারে একটি লজে মহসিনের সঙ্গে এসেছিলেন আমিনা মোল্লা (৪৭)। কিছুক্ষণ বাদেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তখন লজের কর্মীদের কাছে সাহায্যের আর্জি জানান মহসিন। মহিলাকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন লজের এক কর্মী। তিনি পরে জানান, ঘরের মধ্যেই সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন আমিনা।
এদিকে, হাসপাতালে না নিয়ে গিয়ে ওই মহিলাকে একটি ক্লিনিকে নিয়ে যান মহসিন। আমিনাকে পরীক্ষা করার পর চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর সেখান থেকে পালিয়ে যান মহসিন। খবর পেয়ে পুলিস সেই ক্লিনিকে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ক্যানিং হাসপাতালে পাঠায়।
এদিকে তদন্তে পুলিস জানতে পেরেছে, বিগত তিন বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত আমিনা এবং মহসিন। দু’জনে দূর সম্পর্কের বউদি ও দেবর হন। প্রায় তাঁরা বিভিন্ন লজে গিয়ে উঠতেন। পুলিসের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলেই সবটা
স্পষ্ট হবে। তদন্তে আরও জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে মহিলাকে ওই লজে নিয়ে যান মহসিন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও পরিবারের অভিযোগ, শারীরিক নির্যাতন করা হয়েছে আমিনাকে। তার জেরেই মৃত্যু হয়েছে।