নিজস্ব প্রতিনিধি, বারাসত: এককালে তাঁরা যখন শিকার করে পশু মাংস খেয়ে পেট ভরাতেন, ভয়ঙ্কর পশুদের অবলীলায় মারতেন, কি পোশাক পরে যেতেন শিকারে? সন্ধ্যাবেলা ঘরে তৈরি পানীয় খেয়ে নাচগান করতেন। কেমন ছিল সে নাচ? কেমন ঘরে থাকতেন? কেমন করে রান্না করতেন, বাচ্চাদের শিক্ষাদান করতেন, বিবাহের অনুষ্ঠান কেমন হতো বহু বহু বছর আগে? শহরের মানুষ তো কোন ছাড়, আজকের সাঁওতাল প্রজন্মও তা জানে না। সে প্রাচীন জীবনযাত্রার ছবিই এবার তুলে ধরছে অশোকনগরের একটি জগদ্ধাত্রী পুজো কমিটি। তারা প্যান্ডেলের পাশে একটি ছোট সাঁওতাল বসতি তৈরি করেছে। সেখানে নদীয়া থেকে এসেছে ২০টি সাঁওতাল পরিবার। তাঁরা তাঁদের আদি জীবনযাত্রার সঙ্গে পরিচয় করাবেন পুজো দেখতে আসা মানুষদের।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে অশোকনগর এখন আলো ঝলমলে। প্যান্ডেলের রকমারি থিম চোখ টানছে। শনিবার থেকেই দর্শকের ভিড় সামলাতে হিমশিম পুলিস। মানুষ বলছে, ‘অশোকনগর তো এখন মিনি চন্দননগর।’ এখানে অন্ধ্রপ্রদেশের বিষ্ণুমন্দির, ইস্কনের মন্দির থিম হয়েছে। কোনও পুজো ফিরে দেখতে চাইছে পুরানো দিনগুলিকে। কোথাও মহিলারা চাঁদা তুলে পুজো সম্পন্ন করছেন।
হরিহরপুর সংস্কৃতি সঙ্ঘের পুজো এবার ১৬ বছরে পা দিয়েছে। মহিলাদের কাঁধে পুজোর দায়িত্ব। ফল কাটা থেকে চাঁদা তোলা সব করছেন শুভ্রা সরকার, অনিতা দাস, কাকলি ঘোষ সহ এলাকার মহিলারা। এ পুজো ইস্কনের মন্দির বানিয়েছে। প্রতিমা এখানে সাবেক ঢঙে তৈরি। এখানে ফি সন্ধ্যায় সাঁওতালরা নিজেদের জীবনযাত্রা তুলে ধরছেন। পুজো উদ্যোক্তা শুভ্রা সরকার বলেন, ‘দর্শনার্থীদের সামনে আদিবাসীরা জীবন ও জীবিকা তুলে ধরাটাই আমাদের পরিকল্পনা।’ কয়াডাঙা নেতাজি সঙ্ঘের পুজো ৪৬ বছরে পড়ল। টরেন্টোর স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে তাদের মণ্ডপ। প্রতিমা সাবেকি। রকেট মোড়ের নবোদয় সঙ্ঘের পুজো ২৯ বছর ধরে চলছে। তাদের থিম, ‘তুমি আসবে বলেই মা’। জগদ্ধাত্রী যেহেতু জগজ্জননী তাঁকে সাদরে গ্রহণ করতেই এই ভাবনা বলে জানান উদ্যোক্তা রাজা গোস্বামী। এখানে বেনারসের বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। হরিহরপুর মোড় সংলগ্ন আমরা সবাই ক্লাবের জগদ্ধাত্রী পুজো ৪৬ বছরে পড়ল। অন্ধ্রপ্রদেশের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কেএনসি নট্টপাড়ার পুজোর থিম, ‘সমারোহে সমহারে’। পিতলের বালতি থেকে বাসনপত্র ও কাজললতা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। উদ্যোক্তা জয়দেব নন্দী বলেন, ‘অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র দেওয়ার পাশাপাশি আরও অনেক সামাজিক কাজ করা হবে।’