• জানুয়ারিতে বউবাজারে ক্ষতিগ্রস্ত মেট্রো টানেল মেরামতের কাজ শেষ
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার মেট্রো টানেলের দগদগে ক্ষত সেরে ওঠার মুখে। জল ঢুকে বিপর্যয়ের জেরে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বউবাজারের ওই অংশ রেল কর্তাদের কপালে ভাঁজ ফেলে রেখেছে। ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চলাচল নিয়েও চরম অনিশ্চয়তা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর সেই বাধা কাটিয়ে তোলা সম্ভব হচ্ছে বলে দাবি। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে টানেলের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শেষ হবে। এপ্রিল মাস নাগাদ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গোটা মেট্রো পথে যাত্রী বোঝাই রেক চালানোর পরিকাঠামোগত কাজ সারা হবে। বিরাট কোনও অঘটন না ঘটলে আগামী বছরের মাঝামাঝি ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাণিজ্যিক দৌড় সম্পূর্ণ রুটে চালু হতে পারে। কাজের অগ্রগতি দেখতে শনিবার বউবাজার পরিদর্শন করেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডি। তাঁর সঙ্গে থাকা মেট্রো ভবনের এক কর্তা বলেন, দুর্গাপুজোর আগে জিএম এখানে পরিদর্শনে এসেছিলেন। সেদিন উনি কর্মরত ইঞ্জিনিয়ার-কর্মীদের কাজে উষ্মাপ্রকাশ করেছিলেন। একপ্রকার ধমকের সুরে বলেছিলেন, আপনারা না পারলে ছেড়ে দিন। আমি রেল বোর্ডকে জানিয়ে দেব, ইস্ট-ওয়েস্ট মেট্রো গোটা রুটে কোনওদিন চলবে না। এখনকার মতো বিক্ষিপ্ত রুটেই পরিষেবা চলবে। ওইদিন জিএম বউবাজারে মাটির তলায় মূল টানেলে নামেননি। এদিন অবশ্য তিনি ভিন্ন মুডে ছিলেন। সকাল ১০টা নাগাদ বউবাজারে পৌঁছন। সেখানে নির্মাণকারী সংস্থা ও অফিসারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা করেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। তারপর নীচে নেমে আসেন। বেলা সওয়া ১১টা নাগাদ টানেলের ভিতর দিয়ে হাঁটা শুরু করেন। ১২টা নাগাদ হেঁটে এসপ্ল্যানেড পৌঁছন। সেখান থেকে মেট্রোয় চেপে হাওড়া ময়দান যান।
  • Link to this news (বর্তমান)