• গরফায় আবাসনে অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফায় অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। শুক্রবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। মৃতের নাম অভিষেক দাস (৪০)। গরফা থার্ড লেনের বাসিন্দা তিনি। পুলিস জানিয়েছে, এদিন রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফ্ল্যাটে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। সেখান থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, অসুস্থতাজনিত কারণেই মৃত্যু ওই ব্যক্তির। মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হয়ে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 
  • Link to this news (বর্তমান)