• জগদ্ধাত্রী পুজো ঘিরে বায়না বাড়ল যাত্রাপাড়ার
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদ্ধাত্রী পুজোকে ঘিরে এবার ভালো বায়না পেল চিৎপুর যাত্রাপাড়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ৫৫টি বেশি অপেরার বায়নার সংখ্যা ছিল সাড়ে তিনশোর উপরে। যাত্রা সংগঠনের কর্মকর্তাদের একাংশের বক্তব্য, বর্ধমান, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা থেকে এসেছে বেশি মাত্রায় বায়না। এছাড়া হুগলি, নদীয়া থেকে এসেছে যাত্রার বায়না। তাঁদের বক্তব্য, জেলার জগদ্ধাত্রী পুজো অধিকাংশই হয়ে থাকে দুর্গাপুজোর মতো চারদিন ধরে। স্বাভাবিকভাবেই প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপে বিনোদনের অঙ্গ হিসেবে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। চিৎপুর যাত্রাপাড়া সূত্রের খবর, গত বছরে জগদ্ধাত্রী পুজোয় বায়নার সংখ্যা ছিল প্রায় তিনশো। সেই সংখ্যাটা এবার অনেকটাই বাড়ায় খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। তাঁদের কথায়, গ্রাম বাংলায় যাত্রার প্রতি সাধারণ মানুষের আগ্রহ যে বাড়ছে, এটাই তার বড় উদাহরণ। আমরা চাই, এই শিল্পের আরও প্রসার। চলতি মরশুমে এই বিপুল বায়না আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করল।                                                                                                     
  • Link to this news (বর্তমান)