রিপোর্ট নেগেটিভ হলেও ডেঙ্গুতে মৃত্যু লেখা হল কেন? তদন্ত দাবি মেয়রের
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় এবার কলকাতায় ডেঙ্গুর প্রকোপ নেই বললেই চলে। গত বছরের তুলনায় এ বছর এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গু কমেছে প্রায় ৯৩ শতাংশ। এই অবস্থায় সরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শনিবার সেই শংসাপত্রের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং। গোটা বিষয়টি স্বাস্থ্যভবনকে জানিয়ে তদন্ত দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, পুরসভার তথ্য বলছে, চলতি বছর ৩ নভেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৬৫। গত বছর এই সময় পর্যন্ত সংখ্যাটা ছিল ১২ হাজার ৩৩৪। বিট্টু সিং (৩৬) নামে জোড়াবাগান এলাকার এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে—এমন খবর আসতেই খোঁজখবর শুরু করে পুর প্রশাসন। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে ওই রোগীর সমস্ত রিপোর্ট সংগ্রহ করা হয় আর জি কর হাসপাতাল থেকে। দেখা যায়, শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। কিন্তু পুরসভার দাবি, বেসরকারি যে ডায়াগনিস্টিক সেন্টারে ডেঙ্গু টেস্ট করা হয়েছে, সেই রিপোর্ট নেগেটিভ। হাসপাতালের রেকর্ডে অতীতে ডেঙ্গু হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু যখন ভর্তি করা হয় কিংবা চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন, তখন কিছুই ধরা পড়েনি। তারপরেও কীভাবে ডেঙ্গুর কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে লেখা হল ডেথ সার্টিফিকেটে? এই প্রশ্নই তুলছে পুরসভা। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমরা ডাক্তার নই। আমাকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, টেস্ট রিপোর্ট ডেঙ্গু ধরা পড়েনি। শুধু কোনও উপসর্গ দেখে ডেঙ্গু লিখে দিলেই তো হবে না। মৃত্যুর কারণ লেখার আগে তার পক্ষে রিপোর্ট দরকার। সেটা কোথায়?’ ফিরহাদের আরও সংযোজন, ‘রিপোর্টে কিছু আসেনি। তার পরেও জ্বর থাকায় ওই ব্যক্তি ভর্তি হয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাঁর মৃত্যু হয়েছে। তার মানেই সেটা ডেঙ্গু নয়। কোন অসুখে মৃত্যু, সেটা তো পরীক্ষার রিপোর্ট থেকেই জানা যাবে।’ এরপরই মেয়র জানান, তিনি স্বাস্থ্যভবনকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেছেন। সেই সঙ্গে ওই যুবকের বাড়ির চারপাশ সাফাই, মশার লার্ভানাশক রাসায়নিক ছড়ানোর জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।