• বাইক, সাইকেল, পথচারীকে পরপর ধাক্কা পার্সেল ভ্যানের
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় বেপরোয়া পার্সেল ভ্যান। একের পর এক যানবাহন, পথচারীকে ধাক্কা দিল সেটি। এরপরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফুটপাতের উপরে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা দেয় মালভর্তি গাড়িটি। ঘটনায় জখম হয়েছেন তিনজন। ট্যাংরা থানা এলাকার ডি সি দে রোডে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকাল পৌনে দশটা নাগাদ পঞ্চাননতলা যাওয়ার রাস্তায় অত্যধিক গতিতে চলছিল পার্সেল ভ্যানটি। প্রথমে উল্টোদিক থেকে আসা একটি বাইকে ধাক্কা দেয় ভ্যানটি। ছিটকে পড়ে বাইকচালক আহত হন। এরপরেই স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তার ধারে দাঁড়ানো দু’টি বাইকে ধাক্কা দেয় সেটি। যদিও তাতে কোনও আরোহী ছিলেন না। তবে ভালো ক্ষতি হয় বাইক দু’টির। সব মিলিয়ে মোট তিনটি বাইকে ধাক্কা দেওয়ার পরও গতিতে রাশ টানতে পারেননি চালক। একজন সাইকেল আরোহী ও পথচারীকেও ধাক্কা দেন তিনি।ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ট্যাংরার ডি সি দে রোড। এলাকাবাসীরা ওই পার্সেল ভ্যানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, কারও আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্যাংরা থানা ও স্থানীয় ট্রাফিক গার্ডের পুলিস। আটক করা হয় পার্সেল ভ্যানের চালককে। পুলিস জানিয়েছে, তাঁকে আটকে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেকার ভ্যান। ক্রেনের সাহায্যে দুর্ঘটনা কবলিত ভ্যানটিকে উদ্ধার করা হয়। আটক করা হয়েছে সেটিকে।   
  • Link to this news (বর্তমান)