নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাতে কলকাতার নর্থপোর্ট থানা এলাকায় একটি মন্দির থেকে বাসনপত্র এবং সাউন্ড সিস্টেম চুরি যায়। থানায় অভিযোগ জানানো হলে পুলিস ঘটনার তদন্তে নেমে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বিচারক জামিনের আর্জি নাকচ করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চুরি যাওয়া জিনিসপত্রের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। এর আগে অভিযুক্ত এই ধরনের কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না, পুলিস তা খতিয়ে দেখছে।