আগরপাড়ার নেশামুক্তি কেন্দ্রে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগরপাড়ার ইলিয়াস রোডে একটি নেশামুক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, নেশামুক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রটি আগরপাড়ায় একটি আবাসনের ফ্ল্যাটে মাস দু’য়েক হল শুরু হয়েছে। সেখানে শুধুমাত্র মহিলাদেরই চিকিৎসা হয়। কমবেশি ১০-১২ জন মহিলা রয়েছেন ওই কেন্দ্রে। তাঁদের দেখাশোনা করেন মহিলারাই।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে চিকিৎসাধীন মহিলাদের মধ্যে একজন ওই সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসে নির্যাতনের অভিযোগ তুলে চিৎকার শুরু করেন। শোরগোল পড়ে যায় ইলিয়াস রোড এলাকায়। এলাকাবাসীরা জড়ো হয়ে যান। তাঁদের সঙ্গে নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের তর্কাতর্কি শুরু হয়। তখন নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর খড়দহ থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
তারা বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিস জানিয়েছে, অভিযোগকারী মহিলা ওখানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু থাকতে চাইছিলেন না। সেই কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন। উনি নিজে সেটা স্বীকারও করেছেন। কোনও অভিযোগ দায়ের হয়নি। ওর পরিবার এসে তাঁকে বাড়ি নিয়ে গিয়েছে। যদিও, জনবহুল এলাকায় মাত্র দু’কামরার ফ্ল্যাটে কী করে এমন চিকিৎসা কেন্দ্র চলতে পারে, তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই নেশামুক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।