• কলকাতায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র 
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে খাস কলকাতার ব্যস্ততম এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র কলকাতায় বিক্রি করতে এসে কলকাতা পুলিসের এসটিএফের হাতে গ্রেপ্তার এক। পাশাপাশি অস্ত্র কারবারির এক সযোগীকে আটক করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইসমাইল খান (৫৩)। তার বাড়ি ঝাড়খণ্ডে। কিন্তু কলকাতার রাজাবাজারে সে ভাড়া বাড়িতে থাকত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি সেভেন এমএম পিস্তল ও ৪০ রাউন্ড কার্তুজ, এইট-এমএম পিস্তলের ৫০ রাউন্ড কার্তুজ ও তিনটি দেশী আগ্নেয়াস্ত্র। পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিসের এসটিএফের কাছে খবর ছিল শনিবার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে কলকাতায়। সেই মতো তল্লাশি শুরু করে এসটিএফ। কলকাতার এম জি রোড এলাকায় শুরু হয় তল্লাশি। ইসমাইলের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিসের। তাকে জেরা করার পাশাপাশি সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালায় পুলিস। আর তাতেই চক্ষু চড়কগাছ পুলিসের। ব্যাগের একেবারে নিচের দিকে কাপড় জড়িয়ে লুকানো ছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপর ইসমাইলকে গ্রেপ্তার করে এসটিএফ। পাশাপাশি তার সঙ্গে থাকা অপর এক সহযোগীকেও পুলিস আটক করেছে। এদিকে ইসমাইলের সঙ্গে থাকা মোবাইল থেকে একাধিক তথ্য উঠে এসেছে পুলিসের কাছে। আর সেই ফোনের সূত্র ধরে অস্ত্র ও কার্তুজ কোথায় বিক্রির ছক ছিল অভিযুক্তদের তা জানতে পেরেছে পুলিস। ইতিমধ্যেই ক্রেতার পরিচয়ও পুলিসের কাছে স্পষ্ট। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র যে বিহারের মুঙ্গের থেকে আসছিল সেটাও নিশ্চিত তদন্তকারীরা। আজ, রবিবার ধৃত ইসমাইলকে আদালতে তোলা হবে।
  • Link to this news (বর্তমান)