১০৮ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে রাজ্যের ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনে
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপ নির্বাচনে আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফলে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংড়া বিধানসভা কেন্দ্রে সর্বসাকুল্যে মোতায়েন থাকবে মোট ১০৮ কোম্পানি বাহিনী।
এর আগে এই ছয় কেন্দ্রের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ৮৯ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তারপর আরও ১৯ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মাত্র ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনে এই বিপুল সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে, বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই কমিশন বৈঠক করেছে বলে খবর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। মোট বাহিনীর মধ্যে রয়েছে ২৯ কোম্পানি সিআরপিএফ, ৪০ কোম্পানি বিএসএফ, ১৪ কোম্পানি সিআইএসএফ, ১২ কোম্পানি আইটিবিপি এবং ১৩ কোম্পানি এসএসবি। কমিশন সূত্রে খবর, রাজ্যে পৌঁছনোর পরই ইতিমধ্যেই আধাসেনা বিধানসভা এলাকাগুলিতে রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্যে থাকবে এই বাহিনী।
প্রাথমিকভাবে স্থির হয়েছিল, সিতাইয়ে ১৬ কোম্পানি, মাদারিহাটে ১৪ কোম্পানি, নৈহাটিতে ১০ কোম্পানি, হাড়োয়াতে ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি, তালডাংরায় ১৮ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে। আরও অতিরিক্ত ১৯ কোম্পানিকে এই ছয় কেন্দ্রে ভাগে ভাগে মোতায়েন করা হবে। প্রত্যেক জায়গায় যত কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তত সংখ্যক ক্যুইক রেসপন্স টিম থাকবে। পাশাপাশি রাজ্য পুলিসও পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে কমিশন