• দার্জিলিঙে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে, কবে থেকে শীতের আমেজ সমতলে? কী বলছে হাওয়া অফিস
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৪
  • দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা এলাকাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি সব জেলাতেই আপাতত আবহাওয়া থাকবে শুকনো। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    আলিপুরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। তবে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও জায়গা তাতে ভিজবে। ভারী বৃষ্টি হবে না। শনিবার পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিঙের জন্য। কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়িতে শুধু বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে।

    হাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। তার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে আগামী সপ্তাহেই। উত্তুরে হাওয়া ঢুকলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তবে এখনই শীত পড়ার সম্ভাবনা নেই। ১৫ নভেম্বরের পর থেকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

    রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। দিনভর কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আলিপুর।

  • Link to this news (আনন্দবাজার)