• এন্টালিতে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
    আজ তক | ১০ নভেম্বর ২০২৪
  • তথ্যপ্রমাণ আরজি কর মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই প্রধান অভিযুক্ত বলছে। আরজি কর-কাণ্ডের পর থেকেই রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানা অভিযোগ সামনে আসছে।  এই আবহে আরজি কর আবহে সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণ বিতর্কও উঠেছে। আর এসবের মাঝে শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আর এবার অভিযোগের তীর এক  সিভিক ভলান্টিয়ের দিকেই। 

     এন্টালি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার রাতে এক মহিলার ঘরে ওই সিভিক ভলান্টিয়র ঢুকে পড়ে বলে অভিযোগ। পরে মহিলার তরফে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই সিভিক ভলান্টিয়র মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই সিভিক ভলান্টিয়র ঘর থেকে বেরিয়ে যায়।

    অভিযুক্তের নামে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তবে, কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধন্দে পুলিশ। 

    অভিযোগকারিণীর সঙ্গে অভিযুক্তের কোনও পূর্ব পরিচিতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।
  • Link to this news (আজ তক)