২ দিনের শিশুকন্যাকে পাচারের চেষ্টা, সিআইডির জালে আন্তঃরাজ্য পাচারচক্রের দুই সদস্য
বর্তমান | ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার শালিমার স্টেশনের কাছে আন্তঃরাজ্য পাচারচক্রের হদিশ। ২ দিনের শিশুকন্যাকে পাচারের অভিযোগে ওই চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করল সিআইডি। আজ, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিআইডি। ধৃতদের নাম মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার (৩২)।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত তাদের কাছে খবর আসে, বি গার্ডেন থানা এলাকার শালিমার স্টেশনের কাছে একটি আন্তঃরাজ্য পাচারচক্র সক্রিয় রয়েছে। এরপরই সিআইডির একটি দল সেখানে অভিযান চালায়। শালিমার স্টেশনের কাছ থেকেই ওই চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করে সিআইডির আধিকারিকরা।
সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকেই উদ্ধার করা হয় ২ দিনের এক শিশুকন্যা। সদ্যোজাতটিকে অন্য রাজ্যে পাচারের ছক করছিল তারা। শিশুকন্যাকে উদ্ধার করে হাওড়া স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানটিতে সিআইডির সঙ্গে ছিলেন ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’ (সিডাব্লুসি) এবং ‘বচপন বাঁচাও আন্দোলন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকেরা। সিআইডি গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না, সেটিও খতিয়ে দেখছে তারা। পাশাপাশি, শিশুকন্যাটিকে কোথা থেকে তারা চুরি করে এবং কোন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল। তাও তদন্ত করে দেখছেন সিআইডির আধিকারিকরা।