এখনওপর্যন্ত জানা যাচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম বিপদতারণ বাগদি। যে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার নাম দূর্গাপ্রসাদ ভট্টাচার্য। সাঁইথিয়ায় ইনতেজাম এলাকার ওই বিস্ফোরণে এলাকায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। জানা যাচ্ছে বেলুনে গ্যাস ভরার জন্য দূর্গাপ্রসাদের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল সেটিই কোনও কারণে ফেটে যায়।
বিস্ফোরণের পর ওই সিভিক ভল্যান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মানুষজন। তাদের দাবি, ওই সিভিক ভল্যান্টিয়ারকে শাস্তি দিতে হবে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কীভাবে এরকম গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা যায় তা নিনে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে পুলিস।
প্রতিবেশী এক মহিলা বলেন, বিস্ফোরণের শব্দ শুনেই ছুটি আসি। এসে দেখি মাটিতে পড়ে রয়েছে বিপদতারণ। কী হয়েছে জানতে চাইলে ও বলে, বেলুনে গ্যাস ভরছিল। হঠাত্ সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণের পরই বাড়িতে ঢুকে যায় দূর্গাপ্রসাদের বাড়ির লোকজন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)