রুটে রদবদল, আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো
প্রতিদিন | ১০ নভেম্বর ২০২৪
নব্যেন্দু হাজরা: চলবে নির্মাণের কাজ। আর সেই কারণে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। রবিবার কলকাতা মেট্রোরেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে না মেট্রো। তার বদলে মহাকরণ পর্যন্ত চালানো হবে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রুট সংক্ষিপ্ত করা হল বলে ঘোষণা মেট্রোর। তবে সময়সূচিতে আপাতত কোনও বদল হচ্ছে না।
রবিবার কলকাতা মেট্রোরেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, গ্রিন লাইন ২-তে কিছু নির্মাণ কাজ হচ্ছে। সেই কারণে পুরো রুটে চলবে না মেট্রো। সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রো চালানো হবে। তবে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। এই রুটে সাধারণত প্রতিদিন সকাল ৬.৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোট ১১৮ টি মেট্রো। তবে এখন থেকে ১৫০ টি মেট্রো চালানো হবে। আর রবিবার দুপুর ২টো ১৫ থেকে রাত ৯.৫০ পর্যন্ত চলবে মোট ৪৬ টি মেট্রো।
মেট্রোর এই বিজ্ঞপ্তি দেখে চিন্তার ভাঁজ যাত্রীদের কপালে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মাধ্যমে প্রায় গোটা কলকাতার সঙ্গে যোগাযোগ করা যায়। এসপ্ল্যানেড থেকে মেট্রো বদলে সরাসরি ব্লু লাইনের মেট্রো পাওয়া যায়। আবার গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো পেতেও খুব বেশি সমস্যা হয় না। এখন মেট্রো মহাকরণ পর্যন্ত চলায় আপ ও ডাউনে সরাসরি ব্লু লাইনের মেট্রো পাওয়ায় সমস্যার মুখে পড়বেন যাত্রীরা। বিশেষত অফিস টাইমে এই রুটে যেমন ভিড় হয়, তাতে চাপ আরও বাড়বে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। এই সংক্ষিপ্ত রুটে কতদিন চলবে মেট্রো, সে বিষয়ে নির্দিষ্ট কোনও আভাস না পাওয়ায় চিন্তা আরও বেড়েছে তাঁদের।