• তৃণমূলের হুমকির পর ২ চিকিৎসককে শো কজ দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারের
    হিন্দুস্তান টাইমস | ১০ নভেম্বর ২০২৪
  • তৃণমূল নেতাদের হুমকির পর ২ চিকিৎসককে শো কজ করলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। শনিবার তাদের শো কজ করা হয়েছে বলে জানা গিয়েছে। ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ২ চিকিৎসককে।

    ঘটনার সূত্রপাত শুক্রবার। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে এক রোগীকে ফুসলিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহ। পরদিন সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে পৌঁছে যান তৃণমূল নেতারা। তাদের দাবি, সেখানে সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এমনকী চিকিৎসকরা সঠিক সময় হাসপাতালে আসছেন না বলেও অভিযোগ করেন তাঁরা। এর পরই পরিষেবা ঠিক না হলে দেখে নেওয়ার হুমকি দেন ব্লক তৃণমূল সভাপতি বিশু ধর ও পুরসভার উপ পুরপ্রধান সাবির সাহা চৌধুরী।

    তৃণমূল নেতাদের হুমকির কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিশিয়ান লতিফুল শেখকে শো কজ করেছেন হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। দেবজিৎবাবু নির্ধারিত সময়ে হাসপাতালে আসেননি বলে অভিযোগ উঠেছে। লতিফুলের বিরুদ্ধে রোগীদের উপযুক্ত পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল।

    শো কজের কথা স্বীকার করে সুপার রঞ্জিত মণ্ডল বলেন, নিয়ম মেনে কাজ না করার অভিযোগ ওঠায় ওনাদের শো কজ করা হয়েছে। ৭ দিনের ভিতরে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। ওদিকে কোচবিহারের সিএমওএইচ জানিয়েছেন, বিষয়টি সুপারকে দেখতে বলা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া হবে। ২ চিকিৎসককে শো কজের কড়া বিরোধিতা করেছে চিকিৎসকদের সংগঠন। কী ভাবে রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের হুমকি দিলেন তার তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠন। শো কজের মুখে পড়া ২ চিকিৎসকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)