• খাস নন্দীগ্রামে প্রকাশ্যে BJPর গোষ্ঠীকোন্দল,শুভেন্দুর পর শহিদ স্মরণ অন্য গোষ্ঠীর
    হিন্দুস্তান টাইমস | ১০ নভেম্বর ২০২৪
  • শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। ১০ নভেম্বর জমি আন্দোলনে নিহতদের স্মরণসভায় আলাদা করে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেল ২ পক্ষকে। রবিবার এই ঘটনায় জেলার রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ, বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় দলে একঘরে করে দেওয়া হয়েছে তাঁদের।

    রবিবার সকালে গোকুলনগরের কর পল্লিতে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন শুভেন্দুবাবু। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বিক্ষুব্ধ নেতারা। শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরাও। বিক্ষুব্ধদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস, বিজেপি নেতা অশোক করণ প্রমুখ।

    কিন্তু গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে কী হচ্ছে আপনারা সবাই জানেন। আমাদের মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হয়।

    বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির উপযুক্ত তদন্ত ও পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মণ্ডলের শাস্তির দাবিতে সম্প্রতি থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন দেবাশিসবাবুরা। এর পর থেকে দলের অন্দরে তারা একঘরে হয়ে পড়েন। তার জেরে রবিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তাঁরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)