• মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ এবার অনলাইনে, কোন মাস থেকে কার্যকর হচ্ছে ব্যবস্থা?‌
    হিন্দুস্তান টাইমস | ১০ নভেম্বর ২০২৪
  • মাঝে আর একটা মাস। তারপরই নতুন বছর ২০২৫। তখন যাঁরা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাঁদের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের ক্ষেত্রে নয়া পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। যাতে পড়ুয়াদের স্কুলে গিয়ে হ্যাপা পোহাতে না হয়। তবে কোনও সমস্যা হলে অবশ্যই স্কুল সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে সাহায্য করবে বলে জানা যাচ্ছে। এবার থেকে অনলাইনে করতে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ। তার জন্য সব ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ২০২৫ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই পথেই হাঁটতে হবে।

    এদিকে অনলাইনে ফর্ম ফিলাপ করার বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর। তাতেই জানানো হয়েছে, আগামী ২০২৫ সালে যে সকল পড়ুয়ারা মাধ্য়মিক পরীক্ষা দেবে এবার থেকে তাদের ফর্ম ফিলাপ করতে হবে অনলাইন মাধ্যমে। এমনকী আগামী ডিসেম্বর মাসের ২ তারিখ সকাল ১১টা থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। সেটা চলবে ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। সেই কাজ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ওয়েবসাইট দেওয়া হয়েছে। যাতে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর তথ্য মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়ে যায়। তবে এটা করতে হবে স্কুলগুলিকে।


    যুগের সঙ্গে তাল মেলাতেই এই পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে সময়ও কম লাগবে এবং হ্যাপাও কম পোহাতে হবে। এই পরিষেবা আসার আগে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ক্যাম্প অফিস করা হতো। সেখানে গিয়ে অনেকে তথ্য জমা দিয়ে আসতে পারতেন। আর অনলাইন সিস্টেম চালু হয়ে গেলে আগের পদ্ধতিতে কিছু করা যাবে না। এটাই বড় বদল বলে মনে করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এটা অবশ্যই অত্যন্ত ভাল পদক্ষেপ বলে মনে করছেন অভিভাবকরা। এবার থেকে প্রত্যেকটি স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করতে হবে। তবে সংশ্লিষ্ট তারিখের মধ্যে আপলোডে না করলে কঠোর পদক্ষেপ করবে পর্ষদ।

    আগামী বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে এই পরীক্ষা আগের থেকে এগিয়ে এল বলে মনে করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে ১০ দিনের মধ্যে পরীক্ষা শেষ করে ফেলা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা, ১৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষা, ২২ ফেব্রুয়ারি অঙ্ক পরীক্ষা এবং ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)