• ফের বিমানে বোমাতঙ্ক, হুমকি বার্তা কলকাতা বিমানবন্দরে
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৪
  • বিধান নস্কর, দমদম: ফের বিমানে বোমাতঙ্ক। ফের হুমকি বার্তা দমদম বিমানবন্দরে। রবিবার বিকেলে কলকাতা থেকে চেন্নাইগামী বিমান উড়ানের ঠিক আগে বিমানবন্দরের ম্যানেজারের একটি হুমকি বার্তা আসে। তাতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা তল্লাশি চালান। পাশাপাশি, হুমকি বার্তাটি কোথা থেকে এসেছে, তাও খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা। তবে বিমানে বোমা থাকার হুমকি বার্তা ঘিরে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীমহলে।  সেইসঙ্গে কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়েও চিন্তিত তাঁরা। কারণ, এখনও কোনও বিকল্প বিমানের ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

    রবিবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান 6E892 ছাড়ার কথা ছিল।  তা উড়ানের ঠিক আগে হুমকি বার্তা আসে, ওই বিমানে বোমা রাখা আছে। এই বার্তা পেয়ে তৎক্ষণাৎ ম্যানেজার তড়িঘড়ি এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে থামায়। সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয় ইন্ডিগোর ওই বিমান থেকে। পরে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে নিয়ে গিয়ে রাখা হয়। বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

    এই হুমকি কোথা থেকে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফের হুমকি বার্তার ঘটনা পর্যালোচনা করতে বিমানবন্দরের আধিকারিকরা উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। সাম্প্রতিককালে বেশ ঘনঘন দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। কখনও বিদেশি বিমান, কখনও দেশের অভ্যন্তরের বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি মিলেছে। কে বা কারা সেই হুমকি দিয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। রবিবার ফের দমদম বিমানবন্দরে এমন হুমকিতে আরও বাড়ানো হল বিমানবন্দরের নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)