• কলকাতা বিমানবন্দরে আবার বোমাতঙ্ক, টেক অফের আগে হুমকি ফোন, আটক এক ব্যক্তি
    হিন্দুস্তান টাইমস | ১১ নভেম্বর ২০২৪
  • আবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। চেন্নাইগামী কলকাতার ওই বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ানো হয়। বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসে ইন্ডিগোর কাছে। তখনই কোনও ঝুঁকি না নিয়ে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সকলেই সুরক্ষিত আছেন বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রবিবার বিমানটি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। এই বোমাতঙ্কের খবর ছড়ানোর জন্য একজনকে আটক করা হয়েছে। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এই জিজ্ঞাসাবাদ চলছে।

    এদিকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা জোর তল্লাশি চালান। হুমকি বার্তা কোথা থেকে এসেছে সেটাও খতিয়ে দেখছেন অফিসাররা। তবে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাঁর সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কিনা সেটাও দেখা হচ্ছে। কারণ ওই ব্যক্তি ভুয়ো দাবি করেছিলেন। বিমানে বোমা রাখা আছে তিনিই বলেছিলেন। এই কথা তিনি কেমন করে জানলেন?‌ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিমানে বোমা রাখার হুমকি বার্তা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। এখন কেমন করে গন্তব্যে পৌঁছবেন সেটা নিয়েও চিন্তিত তাঁরা। কারণ কোনও বিকল্প বিমানের ঘোষণা এখনও করেনি কর্তৃপক্ষ।

    অন্যদিকে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। বরং তল্লাশি করার কারণে বিমান উড়তে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। তারপর বিমানবন্দর সূত্রে খবর, তল্লাশিতে সন্দেহজনক কিছুই মেলেনি। বহুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। গত কয়েকমাস ধরে বারবার বোমাতঙ্কের খবর আসে। বোমাতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে। কড়া পদক্ষেপের বার্তা দেয় কেন্দ্রীয় সরকার। তারপরও সেই একই ঘটনা ঘটে চলেছে। ওই বার্তায় যে কাজ হয়নি সেটা আজকের ঘটনায় প্রমাণিত।

    তবে বিমানে বোমা রাখা আছে বার্তা পেয়ে তৎক্ষণাৎ ম্যানেজার তড়িঘড়ি এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে থামিয়ে দেয়। সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয় ইন্ডিগোর বিমান থেকে। পরে বিমানটিকে আইসোলেশন বে’‌তে নিয়ে গিয়ে রাখা হয়। কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড এবং দমকল অফিসাররা বিমানে তল্লাশি অভিযান চালান। বিমানবন্দরের অফিসাররা উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। আজ, রবিবার আবার দমদম বিমানবন্দরে এমন হুমকিতে আরও বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। বোমা রাখা রয়েছে এমন খবর আগে পেয়ে ১১টি বিমানকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)