• কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে রবিবার প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পীর জন্মশতবর্ষ উদযাপিত হল। রবিবার শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে ‘কণিকা বন্দ্যোপাধ্যায়: শতবর্ষ পরে’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রবাদপ্রতিম শিল্পীর পরিবারের সদস্য প্রিয়ম মুখোপাধ্যায়, বিনয় ভবনের অধ্যাপক সমীরণ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্রনৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের পড়ুয়ারা। এরপর ‘গানে ও কবিতায় ‘কণিকা’ যাপন’ শীর্ষক দ্বিতীয় পর্বে রেজওয়ানা চৌধুরী বন্যা, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, সৌমিত্র মিত্রের মত খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনেকদিন বাদে বিশ্বভারতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় দর্শকদের ভিড় উপচে পড়ে। 


    কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম আগে ছিল অনিমা। সেই নাম বদলে কণিকা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীতকেই নিজের জীবনের আধার করে নিয়েছিলেন শিল্পী। সারা বিশ্বেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। এবছর ১২ অক্টোবর তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হয়েছে। কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট ও শতবর্ষ কমিটি শিল্পীর ৯৯তম জন্মদিনে তাঁর বাসভবন ‘আনন্দধারা’য় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল। একবছর আগে ওই অনুষ্ঠানের মাধ্যমেই শতবর্ষ উদযাপন শুরু হয়েছিল। এদিন বিশ্বভারতীতেও শিল্পীর প্রতি যথাযথ মর্যাদার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। 
  • Link to this news (বর্তমান)