• লক্ষ্মীর পাশেই জগদ্ধাত্রী প্রতিমা, চাকদহের চক্রবর্তী বাড়িতে ভিন্ন চিত্র
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: জগদ্ধাত্রীর বাঁ পাশে নীচের দিকে রয়েছেন লক্ষ্মী। একজন শক্তির দেবতা অন্যজন ধনসম্পত্তির। চাকদহ ব্লকের ঘেঁটুগাছি পঞ্চায়েতের গোবিন্দপুরের চক্রবর্তী বাড়িতে গেলে এ পুজো দেখা যাবে। ৬৮ বছর ধরে হচ্ছে পুজো। কথিত আছে, চক্রবর্তী বংশের পূর্বপুরুষ কাশীনাথ চক্রবর্তী স্বপ্নে লক্ষ্মী রূপে জগদ্ধাত্রীকে দেখেছিলেন। এরপর পরিবারের পুরোহিত শচীন্দ্রনাথ ভট্টাচার্যের পরামর্শ মেনে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। মূর্তি তৈরি হয় বিশেষ পদ্ধতিতে। জগদ্ধাত্রীর নীচে লক্ষ্মী আর সাক্ষী হিসেবে ডানদিকে রয়েছেন শিব। এই বংশের বর্তমান সদস্য ৮০ বছর বয়সি বিধুভূষণ চক্রবর্তী এ কথা জানালেন। একসময় এই পারিবারিক পুজো উপলক্ষ্যে মেলা হতো নাগরদোলা বসতো। পাশাপাশি হতো পালাগান, কীর্তন, বাউল গান। এখন সেসব অতীত। তবে মনস্কামনা পূর্ণ করতে বহু ভক্ত দূর-দূরান্ত থেকে আসেন। পুজো দেন, ভোগগ্রহণ করেন। দু’দিন ধরে চলে পুজো। পুজোর জাঁকজমক কমেছে। ভক্তরা এলেও বর্তমানে পুজোর পরিসর বাড়িতেই সীমাবদ্ধ থাকে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)