সিস্টেম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজ দুপুরের পর। আমাদের রাজ্যে কোনও প্রভাব নেই। কারণ এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের দিকে এর অভিমুখ থাকতে চলেছে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবে বাংলা ও ওড়িশায়।
দক্ষিণবঙ্গ
আজ সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উপকূল এলাকায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। নভেম্বরের ১৪ বা ১৫ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারদ পতন। পশ্চিমের জেলায় এই পতনের পরিমান বেশি থাকবে। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি সময় থেকে।
উত্তরবঙ্গ
দার্জিলিং এ হালকা বৃষ্টি চলবে। কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। বিশেষত মালদার বিহার লাগোয়া অংশে কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা। কাল মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং ও কালিম্পং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে।
কলকাতা
সকালের দিকে শহরের কোনো কোনো ফাঁকা এলাকায় হালকা কুয়াশা। বুধবারের পর পারদ কিছুটা পতনের ইঙ্গিত। শনি রবিবার কলকাতার সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা ১৯ এর ঘরে নামতে পারে। অর্থাৎ চলতি উইক এন্ডে হালকা শীতের আমেজ রাতে ও ভোরের দিকে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৬ শতাংশ।
ভিন রাজ্যে
ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনাও থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)