• একতরফা সিদ্ধান্ত’, নয়া নির্দেশ কোর্টের
    আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৪
  • অন্যায্য ভাবে মিড-ডে মিলের চাল এবং অন্যান্য সামগ্রী সরবরাহের চুক্তি বাতিলের বিরুদ্ধে পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। নদিয়ার পঞ্চায়েত সমিতির এক ঠিকাদার মিঠুলাল ঘোষের দায়ের করা মামলায় সম্প্রতি বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ঠিকাদারের বক্তব্য শোনার পরে ফের সিদ্ধান্ত নিতে হবে পঞ্চায়েত সমিতিকে। নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চাল এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করতে পারবেন ওই ঠিকাদার। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, একতরফা ভাবে ক্ষমতার অপব্যবহার করে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত সমিতি।

    মিঠুলালের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং সন্দীপ সূত্রধর আদালতে জানান যে, চলতি বছরের ৩ জুলাই ধুবুলিয়ার বিডিওর উপস্থিতিতে মিঠুলাল এবং পঞ্চায়েত সমিতির মধ্যে ওই ব্লকের স্কুলগুলিতে তিন বছরের জন্য মিড-ডে মিলের চাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সরকারি গুদাম থেকে চাল সংগ্রহ করে নিজের গুদামে মজুত করবেন ঠিকাদার এবং সেই চাল বিভিন্ন স্কুলে সরবরাহ করবেন। প্রথম মাসে সরবরাহ করার পরে আচমকাই ঠিকাদারের বরাত প্রথমে তিন মাসের জন্য ও পরে পুরোপুরি চুক্তি বাতিল করেন পঞ্চায়েত সমিতির শিক্ষা, তথ্য-সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগের স্থায়ী কর্মাধ্যক্ষ। অভিযোগ, কোনও নোটিস না দিয়ে এবং আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিঠুলালের বদলে আগের বছরের বরাতপ্রাপ্ত সংস্থার সঙ্গে চুক্তি করে সমিতি। অথচ উপযুক্ত পরিকাঠামো না থাকার জন্য ওই সংস্থার চুক্তি পুনর্নবীকরণ না করে মিঠুলালকে বরাত দেওয়া হয়েছিল।

    রাজ্যের আইনজীবী আদালতে দাবি করেন যে, মামলাকারীর সঙ্গে সরকারি ভাবে চুক্তি হয়নি এবং মামলাকারী চুক্তির নিয়ম ও শর্তাবলি মেনে কাজ করছিলেন না। তাই তাঁর চুক্তি বাতিল করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কর্মাধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশ দেন।

  • Link to this news (আনন্দবাজার)