আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার পর দিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এক সিভিক ভলান্টিয়ারকে। ওই মামলায় সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও অভিযুক্ত হিসাবে শুধুমাত্র তাঁরই নাম রয়েছে। গত সোমবার শিয়ালদহ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। সে দিন আদালত চত্বরে প্রিজ়ন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছিলেন অভিযুক্ত। তাঁকে ‘ফাঁসানো হচ্ছে’ বলেও দাবি করেন। সোমবার বিচার প্রক্রিয়া শুরু হলে আদালতে সেই ‘ফাঁসানো’র তত্ত্ব উঠে আসার সম্ভাবনা রয়েছে। ৯ অগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই জুনিয়র ডাক্তারেরা বার বার সন্দেহ প্রকাশ করেছেন, ঘটনায় একাধিক জন জড়িত থাকতে পারেন। যদিও সিবিআইয়ের তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও ইঙ্গিত মেলেনি। তবে গত সোমবার ধৃতের বক্তব্যের পর থেকে আবারও একাধিক জন জড়িত থাকার সন্দেহ তুলে ধরছেন জুনিয়র ডাক্তারেরা। এই অবস্থায় আজ আদালতে কী কী বিষয় উঠে আসে, অভিযুক্তের আইনজীবী কী বলেন, সে দিকে নজর থাকবে আজ এবং আগামী কয়েক দিন। আপাতত প্রতি দিন হবে এই শুনানি।
আজ পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে রওনা দিয়ে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। পরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং পৌঁছবেন তিনি। তবে আজ কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। আগামিকাল বিকেল সাড়ে ৩টেয় জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না সেই বিষয়ে নজর রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের। ১৩ তারিখ, বুধবার দুপুর ৩টেয় দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। কলকাতায় ফিরেই আগামী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।
বুধবার ভোটদান। আজ পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে। মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর, সিতাই এবং হাড়োয়ায় ভোট হবে ১৩ তারিখে। তাই শেষ দিনের প্রচারে সব দল হেভিওয়েট নেতাদের প্রচারে দেখা যাবে। ২৩ নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা। ঝাড়খণ্ডেও বুধবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে। ফলাফল ২৩ তারিখেই।
আজ বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া সাসপেনশন নিয়ে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। গত শুনানিতে ওই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত অভিযুক্ত ১০ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দেন। তাঁদের বিরুদ্ধে কলেজে র্যাগিং করার অভিযোগ রয়েছে। আদালত জানায়, ১১ নভেম্বর থেকে ওই পড়ুয়ারা কলেজে প্রবেশ করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষকে তাঁদের ক্লাস করার অনুমতি দিতে হবে। তবে এখনই তাঁরা হস্টেলে ঢুকতে পারবেন না। এই অবস্থায় আজ ওই মামলায় হাই কোর্ট কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।
আজ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জন। এ বার শহরের মোট সাতটি ঘাটে প্রতিমা ভাসানোর ব্যবস্থা করা হয়েছে। নিরঞ্জনের শোভাযাত্রায় যোগ দেবে মোট ৭৯টি পুজো। প্রশাসনের নির্দেশ, ভাসানের সময় ডিজে বা সাউন্ডবক্স বাজানো যাবে না। ফাটানো যাবে না আতশবাজিও। প্রথা অনুয়ায়ী প্রতি বছর চন্দননগর শহরে একটি নির্দিষ্ট রাস্তা দিয়েই ভাসানের শোভাযাত্রা যায়। সেটি দেখার জন্য রাস্তার দু’পাশে উপচে পড়ে ভিড়। শুধু এই রাজ্য নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতি বছর মানুষ ভিড় করেন। এ বারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
আজ শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আট জেলাতেও। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিঙ-সহ পাহাড়ি জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবারের পর থেকে ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে।